ঝিনাইদহ সদর উপজেলার হুদাবাকড়ি গ্রামের মাঠে আজ বুধবার বিকালে বিদ্যুৎস্পষ্ট হয়ে ফয়জার মন্ডল (২৯) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
ফয়জার মন্ডল উপজেলার হুদাবাকড়ি গ্রামে মংলা মমন্ডলের ছেলে।
সদর থানার ওসি হরেন্দ্র নাথ সরকার জানান, বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে মাঠে সেচের জন্য গভীর নলকূপের সুইচ দিতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হন ফয়জার মন্ডল। এসময় স্থানীয় লোকজন টের পেয়ে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিডি-প্রতিদিন/ ২০ জুলাই ১৬/ সালাহ উদ্দীন