জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৬ উপলক্ষ্যে বাগেরহাটের মোরেলগঞ্জে চলছে সপ্তাহব্যাপী কর্মসূচি। কর্মসূূচির দ্বিতীয় দিন আজ বুধবার বেলা ১১টায় অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য র্যালি। উপজেলা চেয়ারম্যান এড. শাহ্-ই-আলম বাচ্চু, ভারপ্রাপ্ত ইউএনও মো. নাজমুল হুদা, উপজেলা মত্স্য কর্মকর্তা মো. ইয়াকিন আলী শেখ, থানার ওসি (তদন্ত) তারক বিশ্বাস, কোস্টগার্ড প্রতিনিধি, বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ র্যালিতে অংশ গ্রহণ করেন। র্যালি শেষে উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়।
সপ্তাহব্যাপী কর্মসূচির প্রথম দিন গত সোমবার ছিল সাংবাদিক সম্মেলন। এরপরে অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি নিয়ে আলোচনা ও প্রামাণ্যচিত্র প্রদর্শন। ফরমালিনবিরোধী অভিযান ও মৎস্য আইন বিষয়ে মোবাইল কোর্ট পরিচালনা।
বিডি-প্রতিদিন/২০ জুলাই ২০১৬/শরীফ