কিশোরগঞ্জের শোলাকিয়া হামলা মামলার আসামি জাহিদুল হক তানিমের ডিএনএ পরীক্ষার আদেশ দিয়েছেন আদালত। মামলার তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদ মুর্শেদ জামানের আবেদনের পরিপ্রেক্ষিতে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আ. ছালাম খান আজ বুধবার এ আদেশ দেন।
এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা জানান, ঘটনাস্থল ও সংশ্লিষ্ট অন্যান্য স্থান থেকে বস্তুগত যেসব আলামত ইতোপূর্বে সংগ্রহ করা হয়েছে, সেগুলো আগেই ডিএনএ পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। সে কারণেই আসামী তানিমেরও ডিএনএ পরীক্ষার প্রয়োজন। পরে সেগুলোর সঙ্গে তানিমের ডিএনএ রিপোর্ট মিলিয়ে দেখা হবে।
ঈদের দিন শোলাকিয়ায় জঙ্গি হামলার পর ঘটনাস্থল থেকে জাহিদুল হক তানিমকে আটক করে পুলিশ। পরে তাকে ১০ দিনের রিমাণ্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। রিমাণ্ড শেষে গতকাল মঙ্গলবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
বিডি-প্রতিদিন/২০ জুলাই ২০১৬/শরীফ