সন্ত্রাস ও জঙ্গিদের অবস্থান সম্পর্কে দ্রুত খবর পৌঁছে দেওয়ার লক্ষ্যে মেহেরপুরে গ্রাম পুলিশদের (চৌকিদার ও দফাদার) সংযোগসহ মোবাইল ফোন প্রদান করা হয়েছে।
আজ বুধবার সকালে মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ওই ইউনিয়নে কর্মরত গ্রাম পুলিশদের হাতে মোবাইল ফোন তুলে দেন জেলা প্রশাসক পরিমল সিংহ। এসময় উপস্থিত ছিলেন বুড়িপোতা ইউপি চেয়ারম্যান আব্দুর রউফ মুকুল, সচিব সানোয়ার হোসেন।
বিডি-প্রতিদিন/২০ জুলাই ২০১৬/শরীফ