আদালতে আত্মসমর্পণের পর জামিন না মঞ্জুর হওয়ায় বগুড়া জেলা জজ আদালত থেকে পুলিশ ও আইনজীবীর চোখ ফাঁকি দিয়ে ১০ সহযোগীসহ পালিয়ে গেছেন বিএনপি নেতা ও গাবতলী উপজেলা চেয়ারম্যান মোর্শেদ মিল্টন। ঘটনাটি জানাজানি হওয়ার পর আদালত চত্বরে তোলপাড় শুরু হয়।
মোর্শেদ মিল্টনের নিযুক্ত আইনজীবী ও সাবেক পিপি এ্যাড, সাইফুল ইসলাম জানিয়েছেন, ২০১৪ সালে নির্বাচনী সহিংসতায় দায়েরকৃত একটি (বর্তমান নং- ২৬৮/১৬) মামলায় জামিনের জন্য বগুড়া জেলা জজ আদালতে আসেন বিএনপি নেতা গাবতলী উপজেলা চেয়ারম্যান মোর্শেদ মিল্টন ও এই মামলার অপরাপর ১০ আসামি।
আদালতে এই মামলাটি ওঠার পর জেলা জজ আ,ম, মোঃ সাঈদ মোর্শেদ মিল্টন ও অপরাপর ১০ আসামির জামিন না মঞ্জুর করেন। বুধবার বিকালে এ আদেশের পর মোর্শেদ মিল্টন ও তার সহযোগীরা ভীড়ের সুযোগে আদালত থেকে সটকে পড়ে। পরে বিষয়টি জানাজানি হলে পিপি ও আসামীদের আইনজীরা হতভম্ব হয়ে পড়ে।
বগুড়া জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর এ্যাড, আব্দুল মতিন ঘটনার সত্যতা স্বীকার করেন।
বিডি-প্রতিদিন/ ২০ জুলাই ১৬/ সালাহ উদ্দীন