হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের সিরাজগঞ্জের সলঙ্গা র্যাব-১২ অফিসের কাছে দুই ট্রাকের সংঘর্ষে আজাদুল ফকির (২২) নামে ট্রাকের এক হেলপার নিহত হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত আজাদুল ফকির সিরাজগঞ্জের সলঙ্গা থানার রয়হাটি উত্তরপাড়ার সাইদুল ফকিরের ছেলে।
হাটিকুমরুল হাইওয়ে থানার সার্জেন্ট আব্দুল গনি জানান, হাটিকুমরুল গোলচত্ত্বর থেকে একটি ইট বোঝাই ট্রাক তাড়াশের দিকে যাবার পথে র্যাব অফিসের কাছে পৌঁছালে আরেকটি ট্রাক মহাসড়কে ওঠার সময় সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ইট বোঝাই ট্রাকের হেলপার আজাদুল ফকির মারা যায়। লাশ ও ট্রাক দুটি থানা হেফাজতে রয়েছে। তবে দুই ট্রাকের চালক পালিয়ে গেছে।
বিডি প্রতিদিন/ ২৫ আগস্ট ২০১৬/ সালাহ উদ্দীন