ঢাকার জেলার সাভারের ধামরাইয়ে ঘুমন্ত নারীকে কুপিয়ে হত্যার পর তার স্বামীকেও হত্যার চেষ্টা চালানো হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে জুয়েল হোসেন (৩০) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার ভোরে সুতিপাড়া ইউনিয়নের বালিথা গ্রামের এ ঘটনা ঘটে বলে জানান ধামরাই থানার ওসি রিজাউল হক।
আটক জুয়েল হোসেন একই এলাকার আবুল হোসেনের ছেলে এবং নিহত রজ্জ বানু (৮০) ও আহত ফালুজ উদ্দিন বেপারীর (৯৩) মেয়ের ঘরের নাতি।
ওসি রিজাউল হক বলেন, নানা-নানীর সম্পত্তি নিজের নামে লিখে নিতে দীর্ঘদিন ধরে জুয়েল তাদের উপর চাপ দিয়ে আসছিল। কিন্তু তা না পেয়ে মাদকাসক্ত জুয়েল ক্ষিপ্ত হয়ে বৃহস্পতিবার ভোরে ঘুমন্ত নানীকে গলায় ও পেটে ছুরিকাঘাতে হত্যা করে। এরপরই একই কায়দায় নানাকেও ছুরিকাঘাত করে হত্যার চেষ্টা করে বলে ধারণা করা হচ্ছে।”
ঘটনার পর পরিবারের সদস্যরা আশঙ্কাজনক অবস্থায় ফালুজ উদ্দিন বেপারীকে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
বিডি-প্রতিদিন/২৫ আগস্ট, ২০১৬/মাহবুব