সাতক্ষীরার কালিগঞ্জে দু’দিনের ব্যবধানে সাপের কামড়ে পিতা-পুত্রের মৃত্যু হয়েছে। উপজেলার শ্রীকলা গ্রামে মর্মান্তিক এই ঘটনাটি ঘটে।
বুধবার গভীর রাতে ছেলে আমিরুল ইসলাম নিজ বাড়িতে ঘুমিয়ে থাকা অবস্থায় বিষাক্ত সাপের কামড়ে তার মৃত্যু হয়। আমিরুল কালিগঞ্জ উপজেলার শ্রীকলা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিলেন। একইভাবে তার বাবা আনার গাজীও দু'দিন আগে মারা যান।
এলাকাবাসী সূত্র জানায়, আমিরুল রাতে বাড়িতে ঘুমিয়ে ছিলেন। গভীর রাতে তাকে একটি বিষাক্ত সাপে কামড় দেয়। এর কিছুক্ষণের মধ্যে সে মারা যায়। দু’দিন আগে একইভাবে তার পিতাও মারা যান।
কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লস্কর জায়াদুল ইসলাম এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বিডি-প্রতিদিন/২৫ আগস্ট, ২০১৬/মাহবুব