শিক্ষায় উৎসায়িত করতে সরকার উপবৃত্তি চালু করেছে। আর সেই উপবৃত্তির টাকা শিক্ষার্থীদের হাতে তুলে দিতে বাধ্যতামূলক বকশিস প্রথা চালু করেছেন কিছু অসাধু শিক্ষক।
উপবৃত্তির টাকা নিতে বাধ্যতামূলক ২০ টাকা করে বকশিস প্রথা চালুর অভিযোগ পাওয়া গেছে ২৮৬নং পশ্চিম জিউধরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা খাজিন্তা আক্তারের বিরুদ্ধে।
বিদ্যালয়ের অভিভাবক মাহাতাব খান ও দেলোয়ার হোসেন তালুকদার লিখিতভাবে এই বিষয়ে অভিযোগ করেছেন উপজেলা শিক্ষা অফিসারসহ বিভিন্ন দপ্তরে। অভিযোগে বলা হয়েছে, অধিক টাকার লোভে ভুয়া শিক্ষার্থীদের নামে উপবৃত্তির টাকা তোলেন খাজিন্তা আক্তার। কার্ড করতে জনপ্রতি ১০০ থেকে ২০০ করে টাকা দিতে হয় তাকে। উপবৃত্তির টাকা গ্রহনের সময় সকল অভিভাককে ২০টাকা করে দিতে হয় খরচ বাবদ। অভিভাবকদেরকে বলা হয়, এটা খুশি মনে বকশিস হিসেবে দিবেন।
এ সম্পর্কে সংশ্লিষ্ট ক্লাষ্টারের সহকারী শিক্ষা অফিসার সুবির কুমার ঘোষ আজ বৃহস্পতিবার বলেন, অভিযোগের তদন্ত চলছে। সত্যতা পেলে ব্যবস্থা নেওয়া হবে। প্রধান শিক্ষিকা খাজিন্তা আক্তার বলেন, স্থানীয় গ্রুপিং ও বিভিন্ন ধরনের বিরোধের কারনে তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তোলা হয়েছে। তাকে হয়রানি করতেই এ অভিযোগ করা হয়েছে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ