নোয়াখালীর হাতিয়া উপজেলার হরনি ইউনিয়ন পরিষদের সামনে থেকে গ্রাম পুলিশের তিন সদস্যকে অপহরণ করে নিয়ে গেছে সন্ত্রাসীরা। অপহৃতরা হলেন-জাহিদুল ইসলাম, আলমগীর হোসেন ও মো. সাগর।
হরনি ইউনিয়ন পরিষদের প্রশাসক মুসফিকুর রহমান মোরশেদ জানান, হাতিয়ার সাথে লক্ষীপুরের রামগতি উপজেলার সীমানা নিয়ে দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছে। এর জের ধরে বৃহস্পতিবার দুপুরে রামগতির ফরিদ কমান্ডার ও অলি কমান্ডারের নেতৃত্বে একজল সন্ত্রাসী হাতিয়ার বয়ার চরের মাইন উদ্দিন বাজারে অবস্থিত হরনি ইউনিয়ন পরিষদের সামনে থেকে গ্রাম পুলিশের তিন সদস্যকে তুলে নিয়ে যায়। বিষয়টি তিনি থানা পুলিশ ও উপজেলা প্রশাসককে অবহিত করেন।
এ ব্যপারে হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু হাসনাত মো. মাঈন উদ্দিন জানান, রামগতির কিছু সন্ত্রাসী গ্রাম পুলিশের তিন সদস্যকে অস্ত্রের মুখে তুলে নিয়ে গেছে। বিষয়টি জানান পর তাদেরকে উদ্ধারে কাজ করছে প্রশাসন।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ফারুক জানান, গ্রাম পুলিশের তিন সদস্যকে অপহরণের বিষয়টি রামগতি থানা পুলিশকে জানানো হয়েছে। তাদেরকে উদ্ধারের বিষয়ে দুই থানার পুলিশ তৎপর রয়েছে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ