লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার গোপালরায় পঞ্চপথী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে শারীরিকভাবে লাঞ্ছিতের ঘটনায় কমিটির সভাপতি আতাউজ্জামান রঞ্জু ও অপর অভিভাবক সদস্য আব্দুল মতিনকে বৃহস্পতিবার দুপুরে প্রত্যাহার করেছে দিনাজপুর শিক্ষা বোর্ড। এর আগে বুধবার বিদ্যালয়টি পরিদর্শন করেন দিনাজপুর শিক্ষাবোর্ডের দুই সদস্যের তদন্ত কমিটি। তারা হলেন, বিদ্যালয় পরিদর্শক রবীন্দ্র নারায়ন ভট্টাচার্য এবং সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক রফিকুল ইসলাম।
এ ব্যাপারে কালীগঞ্জ উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) শাহীনুর আলম জানান, ওই স্কুলের সভাপতি আতাউজ্জামান রঞ্জু ও অভিভাবক সদস্য আব্দুল মতিনকে প্রত্যাহার করেছে দিনাজপুর শিক্ষাবোর্ড। ওই প্রত্যাহার সংক্রান্ত একটি বার্তা বৃহস্পতিবার দুপুরে তিনি পেয়েছেন।
উল্লেখ্য, গোপালরায় পঞ্চপথী উচ্চ বিদ্যালয়ের তহবিলে থাকা দেড় লাখ টাকা ধার হিসেবে চেয়েছিলেন কমিটির সভাপতি আতাউজ্জামান রঞ্জু। প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম এভাবে টাকা দিতে অপারগতা জানালে তাকে প্রকাশ্যে জুতাপেটা করেন তিনি।
বিডি-প্রতিদিন/এস আহমেদ