ময়মনসিংহের ভালুকা উপজেলার পাইলাব গ্রামে বজ্রপাতে রিয়াদ (১৪) নামে এক কিশোর নিহত হয়েছে। বৃহষ্পতিবার রাতে এ ঘটনা ঘটে।
ঘটনায় রিয়াদের বাবা নঈম উদ্দিন (৪৫), মা নুরজাহান বেগম (৩৫) ও তার ছোট বোন শাপলা (৯) আহত হয়।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, ঘটনার রাতে উপজেলার রাজৈ ইউনিয়নের পাইলাব গ্রামের নঈম উদ্দিন তার পরিবারের সদস্যদের নিয়ে নিজের টিনের ঘরে অবস্থান করছিল। এসময় প্রচন্ড শব্দে একটি বজ্র তাদের ঘরের উপর এসে পড়ে। এতে রিয়াদ ঘটনাস্থলেই মারা যায়।
বিডি প্রতিদিন/২৬ আগস্ট ২০১৬/হিমেল-১১