কুমিল্লার চৌদ্দগ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবলীগের দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। এরমধ্যে কালাম, তারেক, বাবু ও রাজু নামের চারজন গুলিবিদ্ধ হয়েছে।
শুক্রবার দুপুর থেকে বিকেল পর্যন্ত উপজেলার আলকরা ইউনিয়নের কুলাসার ও বাকগ্রামে এ ঘটনা ঘটে।
উপজেলা আ'লীগের সাংগঠনিক সম্পাদক ও স্থানীয় আলকরা ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক হেলাল জানান, যুবলীগ নেতা জামাল উদ্দিন ও ছাত্রলীগ নেতা আলমগীর হত্যা মামলার আসামীদের রক্ষা করতে অপর যুবলীগ নেতা মাঈন উদ্দিনের নেতৃত্বে বেশ কয়েকজন চেষ্টা চালিয়ে যাচ্ছে। এর ধারাবাহিকতায় শুক্রবার জামাল ও আলমগীরের সমর্থকদের উপর হামলা করে। হামলায় উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়। এসময় হামলাকারীরা যুবলীগ নেতা সোহেল ও ইলিয়াছের বাড়ি ভাংচুর করে। তবে গোলাম ফারুক হেলার দাবি করেন, প্রতিপক্ষের গুলিতে কালাম, তারেক, বাবু ও রাজু আহত হয়।
এব্যাপারে চৌদ্দগ্রাম থানার সেকেন্ড অফিসার মোসলেহ উদ্দিন জানান, ‘দুই গ্রুপের সংঘর্ষে কিছু পটকা ফুটানো হয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে’।
বিডি প্রতিদিন/ ২৬ আগস্ট ২০১৬/ সালাহ উদ্দীন