বিপুল পরিমান জিহাদি বই, চারটি চাপাতিসহ ১৪ জন শিবির নেতাকে গ্রেফতার করেছে বগুড়া সদর থানা পুলিশ।
শুক্রবার দুপুরে গোপন বৈঠককালে তাদেরকে বগুড়া শহরের জামিলনগর এলাকা থেকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে নাশকতার মামলা রয়েছে।
গ্রেফতারকৃতরা হলো, মোঃ হানজেলা, শফিকুল ইসলাম শফিক, মোস্তাইম বিল্লাহ, মোখলেছার রহমান মকুল, ইয়ামিন হাসান, সাইফ কুতুব হাবিবর, রফিকুল ইসলাম, রেজাউল করিম ওরফে শাহীন, শেখ মাহমুদুন নবী, ইলিয়াস সরকার, রোহান আদনান ওরফে রফিক, জোবায়ের হোসেন শামীম সহ ১৪জন।
বগুড়া সদর থানার ওসি (তদন্ত) আসলাম আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নাশকতার অভিযোগে ১৪ জনকে গ্রেফতার করা হয়েছে। ১৪ জনই জামায়াত শিবিরের রাজনীতির সাথে জড়িত। তাদের বিরুদ্ধে নাশকতার মামলা রয়েছে।
বগুড়ার সিনিয়র সহকারি পুলিশ সুপার গাজিউর রহমান জানান, এদের মধ্যে আসগর আলী বগুড়া শহর শ্রমিক কল্যাণ ফেডারেশন এর সেক্রেটারী। গ্রেফতার করা হয়েছে বগুড়া শহর শিবির প্রকাশনা সম্পাদক ও কাহালু সদর ইউপি শিবির সভাপতিকে। তাদের খোঁজ খবর নেয়া হচ্ছে। প্রাথমকি তদন্তে তাদের বিরুদ্ধে নাশকতা মামলার তথ্য পাওয়া গেছে।
বিডি প্রতিদিন/ ২৬ আগস্ট ২০১৬/ সালাহ উদ্দীন