লালমনিরহাট থেকে শান্তাহারগামী ৪২০ আপ যাত্রীবাহি ট্রেন লাইনচ্যুত হয়ে খাদে পড়ে ২০ যাত্রী আহত হয়েছে। এতে সারা দেশের সাথে লালমনিরহাটের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ছে। শুক্রবার সকালে জেলার তিস্তা এলাকায় এ ঘটনা ঘটে।
আহতদের উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এঘটনায় চরম বিপাকে পড়েছে রেলের যাত্রীরা। লালমিরহাট বিভাগীয় রেলওয়ে ম্যানেজার নাজমুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, লাইনচ্যুত ট্রেনটি উদ্ধারের চেষ্টা চলছে।
বিডি প্রতিদিন/২৬ আগস্ট ২০১৬/হিমেল-১৭