সিরাজগঞ্জ পৌর সদরের মাদক পল্লী হিসেবে খ্যাত মাহমুদপুর মহল্লায় অভিযান চালিয়ে ফেন্সিডিল ও ইয়াবাসহ সোহাগ শেখ (২৬) নামে এক যুবককে আটক করেছে র্যাব-১২ সদস্যরা। র্যাব-১২ এর সদস্যরা সোমবার রাতে অভিযান চালিয়ে তাকে নিজ বাড়ি থেকে আটক করে। আটককৃত সোহাগ পৌর শহরের মাহমুদপুর দক্ষিন পাড়া মহল্লার শাহ আলম শেখের ছেলে।
র্যাব-১২, সিরাজগঞ্জ ক্যাম্পের ডিএডি মোঃ ইউনুছ আলী মঙ্গলবার বিকেলে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সিরাজগঞ্জ সদর উপজেলার মাহমুদপুর দক্ষিনপাড়া মহল্লার সোহাগ শেখ এর বসত বাড়িতে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৫ বোতল ফেন্সিডিল, ১১০ পিস ইয়াবা ট্যাবলেট, নগদ ২৯ হাজার ৪শ' টাকা ও ২ টি মোবাইলফোন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ফেন্সিডিল ও ইয়াবার মূল্য ৫৭ হাজার ৫শ' টাকা। এব্যাপারে সিরাজগঞ্জ সদর থানায় মামলা দায়ের হয়েছে।
বিডি প্রতিদিন/০৪ অক্টোবর ২০১৬/হিমেল