বাগেরহাটের মোরেলগঞ্জের পানগুছি নদীতে পড়ে এক বালু শ্রমিক নিখোঁজ রয়েছেন। আজ বেলা আড়াইটার দিকে মোরেলগঞ্জের লঞ্চঘাট এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার সময় বালু শ্রমিক তাহের মোল্লা (৫০), তার ছেলে রিয়াজ মোল্লাসহ (২৪) ৫-৬ জন শ্রমিক জাহাজের ছাদে বসে বিশ্রাম নিচ্ছিলেন।
হঠাৎ করে জাহাজের পাশে পড়ে মাথায় আঘাত প্রাপ্ত হয়ে নদীতে পড়ে যান তাহের মোল্লা। এ সময় তার ছেলে রিয়াজসহ অন্যরা দ্রুত নদীতে ঝাঁপিয়ে পড়লেও তাকে আর উদ্ধার করতে পারেনি। জাহাজটি এ সময় ঘাটে নোঙর করা ছিল। নিখোঁজ তাহের মোল্লার বাড়ি পার্শ্ববর্তী শরণখোলা উপজেলার উত্তর তাফালবাড়িয়া গ্রামে।
খবর পেয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের পৃথক দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। মোরেলগঞ্জ ফায়ার সার্ভিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. আবুল কালাম মোড়ল জানান, বিকেল ৪টায় খুলনা ফায়ার সাভিসের একটি ডুবুরীদল নিখোঁজ ব্যক্তির সন্ধানে নদীতে অনুসন্ধান শুরু করেছে।
বিডি প্রতিদিন/০৪ অক্টোবর ২০১৬/হিমেল