খাগড়াছড়ির পৌর শহরের নয়নপুর এলাকায় ১ সন্তানের জননী রিনা আক্তারকে (১৮) হত্যার অভিযোগে স্বামী আলী আকবরকে আটক করা হয়েছে। আজ রাতে এ ঘটনা ঘটেছে।
জানা যায়, স্ত্রীকে হত্যার পর স্বামী আলী আকবর বিষয়টিকে 'স্ত্রীর আত্মহত্যা' বলে প্রচার চালায়। এ ঘটনায় রাতেই তাকে আটক করেছে পুলিশ। এছাড়া ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
খাগড়াছড়ি সদর থানার ওসি ঘটনার সত্যতা স্বীকার করে জানান, নিহত রিনার শরীরে বিভিন্ন নির্যাতনের চিহ্ন রয়েছে। নিহতের বাবা মনির হোসেন খাগড়াছড়ি থানায় একটি হত্য মামলা দায়ের করেছে।
বিডি প্রতিদিন/০৪ অক্টোবর ২০১৬/হিমেল