কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ২ লাখ ৯০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবি সূত্রে জানা যায়, আজ বুধবার ভোরে টেকনাফস্থ ২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ লেদা বিওপির নেতৃত্বে বিজিবির জওয়ানরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। টেকনাফের সাবরাং ইউনিয়নের মগপাড়া পানের বরজ সংলগ্ন এলাকায় এ অভিযানে ১ লাখ ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় পাচারকারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে বস্তা ফেলে অন্ধকারে পাশের জঙ্গল দিয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক মূল্য ৪ কোটি ৫০ লাখ টাকা। ইয়াবাগুলো ২ ব্যাটালিয়ন সদর দফতরে রাখা হবে এবং পরবর্তীতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের উপস্থিতিতে ধ্বংস করা হবে বলে জানিয়েছেন বিজিবি কর্মকর্তা ।
বিডি-প্রতিদিন/০৫ অক্টোবর, ২০১৬/মাহবুব/ আফরোজ