যশোরের বেনাপোল সীমান্ত পথ ব্যবহার করে অবৈধভাবে ভারত থেকে ফেরার সময় ২৮ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি সদস্যরা। তাদের বাড়ি যশোর, ফরিদপুর, নড়াই ও বরিশাল জেলার বিভিন্ন গ্রামে।
বুধবার ভোর ৪টার দিকে সীমান্তের বেনাপোল-দৌলতপুর সড়কের গাতিপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয় বলে জানান ২৬ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল সদর বিজিবি ক্যাম্পের সুবেদার আব্দুল্লাহ্ ওয়াফি।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানান, ভালো চাকরি পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে পাচারকারীরা তাদের ভারতে পৌঁছে দেয়। এরপর বাধ্য হয়ে সেখানে বিভিন্ন বাসা-বাড়িতে কাজ করতেন তারা। এজন্য তারা বাড়ি ফেরার সিদ্ধান্ত নেন।
আব্দুল্লাহ্ ওয়াফি জানান, সীমান্তে ইছামতি নদী পার হয়ে আসার সময় গোপন সংবাদের ভিত্তিতে ২৮ জনকে আটক করা হয়েছে। তবে পাচারকারীরা কৌশলে পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি।
বিডি-প্রতিদিন/০৫ অক্টোবর, ২০১৬/মাহবুব