মাদারীপুর শহরের ইটেরপুর এলাকার ডিজিটাল এপোলো হাসপাতাল থেকে শুক্রবার বিকেলে মো. আকতারুজ্জামান নামের একজন ভুয়া চিকিৎসককে ভ্রাম্যমাণ আদালত এক বছরের জেল ও ৫০ হাজার টাকা জরিমানা করেছেন।
র্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের প্রধান সুমন রঞ্জন সরকার জানান, দীর্ঘদিন যাবত আকতারুজ্জামান নামে এক ভুয়া ডাক্তার চিকিৎসার নামে প্রতারণা করে আসছিল। এই অভিযোগে শুক্রবার বিকালে শহরের ডিজিটাল এপোলো হাসপাতাল থেকে তাকে আটক করা হয়। তিনি নিজেকে নাক, কান গলা বিশেষোজ্ঞ হিসেবে পরিচয় দিতেন ।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আশিষ্য কুমার আটক ভুয়া ডাক্তার মো.আকতারুজ্জামানকে এক বছরের জেল ও ৫০ হাজার টাকা জরিমানা করেন।
বিডি প্রতিদিন/৭ অক্টোবর ২০১৬/হিমেল