ময়মনসিংহের ভালুকায় রাস্তা পারাপারকালে গাড়িচাপায় মামুন(৩৫) নামে এক নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার রাত ৮টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ভালুকা তেলের পাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মামুনের বাড়ি রংপুর জেলার বদরগঞ্জ উপজেলায়। তিনি ফোরলেন সড়কের নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করতেন বলে স্থানীয়রা জানায়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মামুন পায়ে হেঁটে সড়ক পার হওয়ার সময় মহাসড়কে চলাচলকারী অজ্ঞাত যানের চাপায় গুরুতর আহত হয়। আহতাবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন তাকে দ্রুত ভালুকা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে।
বিডি প্রতিদিন/ ০৭ অক্টোবর ২০১৬/ এনায়েত করিম