সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার রাজাপুর ইউনিয়নের মনিরুল ইসলাম ওরফে কালা মনি (৩২) ইউপি সদস্যকে গুলি ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের দুর্গম চরাঞ্চল চক বয়ড়ায় এ ঘটনা ঘটে। এ সময় তার ভাতিজা রাসেলকেও কুপিয়ে গুরুত্বর আহত করেছে সন্ত্রাসীরা।
নিহত ইউপি সদস্য মনিরুল ইসলাম বেলকুচি উপজেলার রাজাপুর ইউপির বয়ড়া মাসুম গ্রামের আজিজুলের ছেলে।
সদর থানার উপ-পরিদর্শক আলী জাহান রাত সোয়া ১২টার দিকে জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে রওয়ানা হয়েছি।
বিডি-প্রতিদিন/ ০৮ অক্টোবর, ২০১৬/ সালাহ উদ্দীন