সারা দেশের মতো বরিশালেও ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে। পূজা উপলক্ষ্যে ভক্তরা মন্দিরে মন্দিরে প্রার্থনা করছেন। পূজার শুভেচ্ছা জানাচ্ছেন।
শনিবার দ্বিতীয় দিন সকাল ৯টা ৪৯ মিনিটে দুর্গা দেবীর নবপত্রিকা প্রবেশ স্থাপন ও সপ্তমী বিহিত পূজা শুরু হয়। মন্দিরে মন্দিরে ঢাকের বাজনার পাশাপাশি চলছে ধর্মীয় গান।
শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে নগরীর মন্দিরগুলো সাজানো হয়েছে দারুণভাবে। এ বছর বরিশাল নগরীতে পূজা মণ্ডপের সংখ্যা ৩৫টি, মেট্রোপলিটন এলাকায় পূজা মণ্ডপের সংখ্যা ৬৬টি এবং বরিশাল জেলায় ৫৭৭টি। পূজার নিরাপত্তায় মোতায়েন রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক পুলিশ।
বিডি প্রতিদিন/৮ অক্টোবর, ২০১৬/ফারজানা