আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নিজ জেলা নোয়াখালীতে সংবর্ধিত হবেন আজ ১৯ নভেম্বর। এ উপলক্ষ্যে জেলার সর্বত্র চলছে ব্যাপক প্রস্তুতি। আজ বিকেলে নোয়াখালী জিলা স্কুল মাঠে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় তিন লক্ষাধিক লোক সমাগমের প্রস্তুতি চলছে। এই আয়োজনকে ঘিরে নেতাকর্মীদের মাঝে প্রাণচাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
ওবায়দুল কাদের দলের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার পর প্রথম নিজ জেলায় আগমন উপলক্ষ্যে তাকে স্বাগত জানিয়ে সর্বত্র রঙিন ব্যানার, ফেষ্টুন ও বিলবোর্ড টাঙানো হয়েছে। শহরজুড়ে আলোকসজ্জার পাশাপাশি দিনরাত বিরামহীন চলছে জনসভার প্রচার-প্রচারণা।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাংসদ একরামুল করিম চৌধুরী জানান, ওবায়দুল কাদেরকে বরণ করে নিতে জিলা স্কুল মাঠে দলমত নির্বিশেষে সকলের স্বতঃস্ফুর্ত অংশগ্রহনের মধ্য দিয়ে স্মরণকালের সর্ববৃহৎ জনসভা আয়োজনের প্রস্তুতি রয়েছে তাদের।
বিডি-প্রতিদিন/এস আহমেদ