ঝিনাইদহের কালীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শম্পা খাতুন (২০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শনিবার ভোরে উপজেলার পাতবিলা গ্রামে এই ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন তার স্বামী রানা (২৮)।
নিহত শম্পা পাতবিলা গ্রামের মসলেম উদ্দীনের মেয়ে। তার স্বামী রানা একই উপজেলার কমলাপুর গ্রামের জিন্নাত আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার ভোরের দিকে শম্পা সুইচ অন করতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হন। এসময় তাকে উদ্ধার করতে গিয়ে স্বামী রানাও বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তাদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শম্পাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে রানা কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
বিডি প্রতিদিন/১৯ নভেম্বর ২০১৬/হিমেল