সাতক্ষীরা জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৩৪ জনকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে পুলিশ। শক্রবার সন্ধ্যা থেকে শনিবার সকাল পর্যন্ত তাদের গ্রেফতার করা হয়।
জেলা পুলিশের বিশেষ শাখার কর্মকর্তা মিজানুর রহমান জানান, অভিযান চালিয়ে সাতক্ষীরা সদর থানার ১৪ জন, তালা থানার তিনজন, কালিগঞ্জ থানার তিনজন, শ্যামনগর থানার দুইজন, কলারোয়া থানার সাত জন, আশাশুনি থানার তিনজন, পাটকেলঘাটা থানার একজন ও দেবহাটা থানার একজনকে গ্রেফতার করা হয়েছে। আজ সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/১৯ নভেম্বর ২০১৬/হিমেল