চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার সুলতানপুর গ্রামের মাঠ থেকে পরিত্যক্ত অবস্থায় ৬৮৮ ভরি রুপার চেইন উদ্ধার করেছে বিজিবি। শনিবার ভোরে গোপন সংবাদে অভিযান চালিয়ে এগুলো উদ্ধার করা হয়। উদ্ধার করা রুপার চেইনের মূল্য ১৩ লাখ ৭৬ হাজার টাকা।
চুয়াডাঙ্গা ৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল মোহাম্মদ আমির মজিদ জানান, উদ্ধার করা রুপার চেইন ভারত থেকে পাচার করে বাংলাদেশে আনা হয়েছিলো বলে ধারণা করা হচ্ছে। উদ্ধারকৃত মালামাল কাস্টমসে জমা দেয়া হয়েছে।
বিডি প্রতিদিন/১৯ নভেম্বর ২০১৬/হিমেল