টাঙ্গাইল সদর উপজেলার গালা ইউনিয়নের ভাটচান্দা গ্রাম থেকে জুয়েল (৮) নামের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকাল সাড়ে ১১টার দিকে লাশটি উদ্ধার করা হয়। জুয়েল ওই গ্রামের শহিদুর রহমানের ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, ভাটাচান্দা কবরস্থান কমিটির উদ্যোগে শুক্রবার রাতে এক ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়। রাতে জুয়েল সেই ওয়াজ শুনতে যায়। ওয়াজ মাহফিল শেষে জুয়েল বাড়ীতে ফিরে না আসায় আশপাশের সকল এলাকায় খোঁজাখুজি করে তাকে পাওয়া যায়নি।
শনিবার সকালে স্থানীয়রা ওই গ্রামের একটি কবরস্থানের পাশে ধান ক্ষেতে চোখ উপড়ে ফেলা অবস্থায় জুয়েলের লাশ পরে থাকতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে।
টাঙ্গাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক ভূঁইয়া জানান, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
বিডি প্রতিদিন/১৯ নভেম্বর ২০১৬/হিমেল