টাঙ্গাইলের করটিয়া জমিদার বাড়ির ইতিহাস ঐতিহ্য ও স্থপনা রক্ষায় এবং ভিতরে অবস্থিত স্থানীয় স্কুল-কলেজসহ সকল প্রতিষ্ঠান সরিয়ে নেওয়ার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে করটিয়া বাজারে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেছে করটিয়া ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণ কমিটি।
মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক শাহজাহার আনসারী, জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক হামিদ তালুকদার, ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণ কমিটির আহবায়ক অধ্যাপক শামছুল আলম চৌধুরী, সদস্য সচিব মঞ্জুরুল হক মঞ্জু, আইন উপদেষ্টা এডভোকেট মো. আকবর আলী খান প্রমুখ।
মানববন্ধনে বক্তারা জানান, স্কুলের নামে জমিদার বাড়ি দখলের চেষ্টা চালানো হচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠানটি দ্রুত না সরালে কঠোর আন্দোলনে যাওয়া হবে।
বিডি প্রতিদিন/১৯ নভেম্বর ২০১৬/হিমেল