প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার চট্টগ্রাম বিভাগের তৃণমূল পর্যায়ের মানুষের সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মতবিনিময় উপলক্ষ্যে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার অর্ধশত স্থানে প্রজেক্টরে সম্প্রচার করা হয়। চৌদ্দগ্রাম উপজেলা প্রশাসন, বিভিন্ন ইউপি কার্যালয়, শিক্ষা প্রতিষ্ঠানসহ উপজেলার গুরুত্বপূর্ণস্থানে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সটি সরাসরি সম্প্রচার করা হয়।
সরকারের উন্নয়ন কর্মকাণ্ড প্রচার, জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদবিরোধী এ মতবিনিময় সভায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপস্থিত ছিলেনউপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামছুদ্দিন আহম্মেদ চৌধুরী সেলিম, পৌর মেয়র মিজানুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইদুর রহমান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নাসির উদ্দিন, কৃষি কর্মকর্তা শাহনাজ বেগম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বাহার উল্যাহ, মহিলা বিষয়ক কর্মকতা নাসরিন সুলতানা, আওয়ামী লীগ নেতা জিএম মীর হোসেন মীরু, ইদ্রিস মিয়াজী, সাংবাদিক মাহবুবুর রহমান মিয়াজী, মজিবুর রহমান বাবলু, আবদুল জলিল রিপন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও পৌরসভার কাউন্সিলরসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দফতরের কর্মকর্তাবৃন্দ।
বিডি-প্রতিদিন/ ১৯ নভেম্বর, ২০১৬/ আফরোজ-০১