মংলা বন্দরের প্রবেশ পথ ফেয়ারওয়ে বয়া এলাকায় ডুবোচরে আটকে পড়া লবণবোঝাই বিদেশি জাহাজটি এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। গত মঙ্গলবার ভিয়েতনামের পতাকাবাহী ‘এমভি তানভিন’ নামের এ জাহাজটি ১৮ হাজার ৭০০ টন লবণ নিয়ে ভারতের কানলা বন্দর থেকে এসে মংলা বন্দরের কাছে ফেয়ারওয়ে বয়া এলাকায় অবস্থান করছিল। পরে বন্দরের নির্দেশনা পেয়ে বুধবার ভোরে পশুর চ্যানেলে প্রবেশকালে মাস্টার ভুলে জাহাজটিকে ডুবোচরে উঠিয়ে দেন। জাহাজটি এখন ফেয়ারওয়ের ১৩ ও ১৪ নম্বর বয়া এলাকার মাঝামাঝি স্থানের ডুবোচরে আটকে রয়েছে।
বর্তমানে জাহাজটি ডুবোচরে কিছুটা ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকলেও বন্দর চ্যানেল নিরাপদ রয়েছে। চ্যানেলে বাণিজ্যিক জাহাজ নির্বিঘ্নে আগমন-নির্গমন করছে বলে মংলা বন্দর সূত্রে খবর। রবিবার জাহাজটি থেকে লাইটার জাহাজযোগে লবণ খালাসের উদ্যোগ নেয়া হয়েছে। এছাড়া জাহাজে অবস্থানরত মাস্টারসহ ২২ জন বিদেশি নাবিক নিরাপদ ও সুস্থ রয়েছেন।
বিডি-প্রতিদিন/ ১৯ নভেম্বর, ২০১৬/ আফরোজ-০৮