দিনাজপুরের চিরিরবন্দরের আলোকডিহি ইউপির হরিমন্দির সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ শ্রেণি কক্ষে এবং বিকল্পভাবে চলছে শিশুদের পাঠদান কার্যক্রক। বিদ্যালয়ের পুরনো ভবনের অবস্থা অত্যন্ত জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ। ভবনের দেয়াল ও ছাদসহ বিভিন্ন স্থানে ফাটল ধরেছে। ছাদসহ বিভিন্ন স্থানের সিমেন্ট, বালু ও ইট-খোয়া খসে পড়ছে। তাছাড়া ছাদের উপরের কিছু অংশ ধসে ফাঁকা হয়ে গেছে এবং ছাদ ঢালাইয়ের রড নিচের দিকে ঝুলে পড়েছে। যে কোনো সময় তা ধসে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এ আশঙ্কায় প্রায় দীর্ঘ দিন ধরে ভবনের বাইরে বিকল্পভাবে ক্লাস নেয়া হচ্ছে।
এ ব্যাপারে চিরিরবন্দর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. জাকিরুল ইসলাম জানান, হরিমন্দির সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনটি বর্ধিতকরণের বরাদ্দ ইতিপূর্বে হয়েছিলো। কিন্তু ভবনটি ঝুকিপূর্ন হওয়ায় তা করা সম্ভব হয়নি। তবে স্কুলটি তালিকা ভুক্ত রয়েছে। ঝুঁকিপূর্ণ ভবনের তালিকা আমরা অধিদপ্তরে পাঠাই। চলতি অর্থবছরে এই বরাদ্দ পাওয়া যেতে পারে।
বিডি প্রতিদিন/এ মজুমদার