রাজশাহী মহানগরীতে অসুস্থ গরু জবাই করার অপরাধে আজ রবিবার দুপুরে দুই কসাইকে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অর্থ দণ্ডপ্রাপ্তরা হলো, নগরীর শিরোইল কলোনী এলাকার আবদুল আলীর ছেলে জাহিদ আলী (৪০) ও ইয়াসিন আলীর ছেলে ওয়াটার আলী (২৪)।
নগরীর বোয়ালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহাদত হোসেন খান জানান, ওই দুই কসাই শালবাগান বাজারে গরুটি জবাই করে চামড়া আলাদা করার কাজ করছিলেন। এ সময় স্থানীয়রা পুলিশে খবর দিলে তাদের আটক করা হয়। পরে আজ দুপুরে তাদের ভ্র্যমামাণ আদালতে সোপর্দ করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জেলা প্রশাসনের সহকারি কমিশনার শান্তনু কুমার দাশ জানান, দণ্ডপ্রাপ্তরা দাবি করছিলেন গরুটি অসুস্থ ছিল, তবে সেটি মৃত ছিল না। এ জন্য পুলিশের কাছ থেকে ওই দুই কসাইকে নিয়ে রবিবার দুপুরে শালবাগান বাজারে যাওয়া হয়। সেখানে সরকারি একজন চিকিৎসককেও নিয়ে যাওয়া হয়। তিনি মাংস পরীক্ষা করে জানান, জবাইয়ের আগে গরুটি অসুস্থ ছিল। তবে সেটি মৃত ছিল কী-না তা নিশ্চিত হওয়া যাচ্ছে না।
বিডি প্রতিদিন/এ মজুমদার