মায়ের সাথে দক্ষিণ আফ্রিকাগামী খালুকে এগিয়ে দিতে বরিশাল বিমান বন্দরে এসেছিলে বাবুগঞ্জ উপজেলার ক্ষুদ্রকাঠী গ্রামের সোহাগ গাজীর শিশু পুত্র আইমান। খালু বিমানে উঠার পর শিশু আইমান খেলার ছলে একটি ল্যাম্ব পোস্ট ধরে সিটকে পড়ে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে বরিশাল শেরে-ই বাংলা মেডিকেলে নেয়া হলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক শিশু আইমানকে মৃত ঘোষণা করে। আজ বেলা ১২টা দিকে এই দুর্ঘটনা ঘটে।
বরিশাল বিমান বন্দরের ব্যবস্থাপক মো. হানিফ গাজী বলেন, বিমান বন্দরের পার্কিং এরিয়ায় একটি শিশু পড়ে গিয়েছিল বলে শুনেছি।
তবে সেখানকার ল্যাম্প পোস্টে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার অভিযোগ অস্বীকার করে হানিফ গাজী বলেন, ওই ল্যাম্প পোস্টে গত ৬ মাস ধরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন। তাই ল্যাম্প পোস্টে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার প্রশ্নই আসে না।
বিডি প্রতিদিন/এ মজুমদার