ঠাকুরগাঁও সুগারমিলের ইক্ষু খামার শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। রবিবার সকাল ১১টায় ইক্ষু খামার শ্রমিকের ব্যানারে শহরের চৌরাস্তায় এ কর্মসূচি পালন করা হয়।
ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি চলাকালে শ্রমিক আন্দোলন কমিটির সভাপতি ফয়েজ আলী ও সাধারণ সম্পাদক সুজনসহ শ্রমিক নেতারা অভিযোগ করে বলেন, ৮ ঘন্টা পরিশ্রমের পর সুগারমিল কর্তৃপক্ষ আমাদের মজুরি প্রদান করেন ১৬৫ টাকা যা দিয়ে সংসার চলে না। অবিলম্বে ৪২০ টাকা দৈনিক হাজিরা প্রদানের দাবি জানান তারা। সুগারমিলের আওতায় ৮টি ইক্ষু খামারের শ্রমিকরা মানববন্ধনে অংশ নেন।
বিডি প্রতিদিন/২০ নভেম্বর ২০১৬/হিমেল