সহকারি কমিশনার (ভূমি) এর স্বাক্ষর জাল করে সরকারি খাস জমি বরাদ্দ দেওয়ার অপরাধে আব্দুল মজিদ নামের এক সার্ভেয়ারকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বেলা ১২ টার দিকে আমঝুপি বাজার থেকে দুদকের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন।
আব্দুল মজিদ মেহেরপুর সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) কার্যালয়ের সাময়িক বরাখাস্তকৃত সার্ভেয়ার। দুর্নীতি দমন কমিশন (দুদক) কুষ্টিয়া অঞ্চলের উপ পরিচালক আব্দুল গাফ্ফার জানান, মেহেরপুর সদর উপজেলার বিভিন্ন গ্রামে সরকারি খাস খতিয়ানভুক্ত জমি তৎকালিন সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নাজিয়া ইসলামের স্বাক্ষর জাল করে প্রকৃত ভূমিহীনদের মাঝে না দিয়ে অর্থের বিনিময় অন্যদের বরাদ্দ দেন।
এ ধরনের ১৮ টি দলিল এর সন্ধান পেয়েছে দুদুক। এ ঘটনায় তার বিরুদ্ধে দুদকের পক্ষ থেকে মেহেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়। এ মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আব্দুল মজিদকে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/২০ নভেম্বর ২০১৬/হিমেল