বাগেরহাটের মোরেলগঞ্জে স্কুল শিক্ষকের হাতে ছাত্রীদের যৌন নিপিড়নের প্রতিবাদে মুখে কালো কাপড় বেধে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। দক্ষিণ সুতালড়ী এইচএম জেকে এম মাধ্যমিক বিদ্যালয় চত্বরে ছাত্রছাত্রীরা আজ দুপুর ১২টা থেকে ঘন্টাব্যাপি এ মানববন্ধন কর্মসূচি পালন করে।
মানববন্ধনে অংশ নেয়া ছাত্রছাত্রীরা অভিযোগ করেন, এই বিদ্যালয়ের শিক্ষক মো. শুকুর আলী মোল্লার হাতে অনেক ছাত্রী যৌন নিপিড়নের শিকার হয়েছে। বর্তমানে জেএসসি পরীক্ষা শেষ করা এক ছাত্রীকে ওই শিক্ষক শুকুর আলী মোবাইলে অশ্লীল কথাবার্তা বলেন। যার অডিও রেকর্ড এলাকায় ব্যাপক ভাবে ছড়িয়ে পড়েছে। ওই শিক্ষকের কন্ঠস্বর শুনেও তা সকলে চিনতে পেরেছে।
দক্ষিণ সুতালড়ী এইচ এম জেকে এম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুভাস চন্দ্র হালদার বলেন, ছাত্রীদের উপর যৌন নিপিড়নের বিষয়টি জেনেছি। ঘটনাটি খুবই দুঃখজনক। তবে অভিযুক্ত শিক্ষকের বিষয়ে সিদ্ধান্ত নিতে স্কুল পরিচালনা কমিটি ও অভিভাবকদের নিয়ে সভা আহ্বান করা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার/22