সিলেটের ফেঞ্চুগঞ্জে কুশিয়ারা নদীতে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে নুনু মিয়া নামের নিখোঁজ যুবকের লাশ তিনদিন পর উদ্ধার করে পুলিশ।
রবিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কুশিয়ারা নদীর বারহাল এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নুনু মিয়া উপজেলার ছত্রিশ গ্রামের মৃত রইছ আলীর ছেলে।
ফেঞ্চুগঞ্জ থানা পুলিশ জানায়, গত বৃহস্পতিবার ফেঞ্চুগঞ্জের পিটাইটিকর এলাকায় জুড়ি ও কুশিয়ারা নদীর সংযোগস্থলে মাছ ধরতে গিয়ে নৌকা থেকে পড়ে তলিয়ে যান নুনু মিয়া। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। রবিবার তার লাশ ভেসে ওঠতে দেখে স্থানীয়রা খবর দিয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
বিডি প্রতিদিন/২০ নভেম্বর ২০১৬/মাহবুব