কিশোরগঞ্জের করিমগঞ্জে অটোরিকশা উল্টে মেহেদী হাসান জীবন (১৪) নামে এক জেএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
রবিবার বিকালে বাড়ি থেকে কিশোরগঞ্জ যাবার পথে কিশোরগঞ্জ-করিমগঞ্জ সড়কের শিমুলতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত জীবন মুসলিম পাড়া গ্রামের শেখ সাদীর ছেলে এবং জঙ্গলবাড়ি উচ্চ বিদ্যালয় থেকে এ বছর জেএসসি পরীক্ষা দেওয়ার কথা ছিল তার।
স্থানীয়রা জানায়, রবিবার বিকালে শিমুলতলা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই জীবনসহ চারজন আহত হয়। তাদেরকে কিশোরগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জীবনকে মৃত ঘোষণা করেন।
বিডি প্রতিদিন/২০ নভেম্বর ২০১৬/মাহবুব