দিনাজপুর-ফুলবাড়ী মহাসড়কের দিনাজপুরে ট্রাকের ধাক্কায় নয়ন চন্দ্র বিষু (২০) নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছে। নিহত নয়ন চন্দ্র বিষু দিনাজপুর জেলার সদর উপজেলার পাঁচকুড় নামক এলাকার শিবেন চন্দ্রের ছেলে।
রবিবার দুপুর আড়াইটার দিকে দিনাজপুর-ফুলবাড়ী মহাসড়কের লক্ষ্মীতলা নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা মো. আফসার আলী জানান, দুপুরে সাইকেলে করে বাড়িতে যাওয়ার পথে লক্ষ্মীতলা নামক এলাকায় একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নয়ন মারা যায়। এ ঘটনার পরে প্রায় এক ঘন্টা ওই সড়কে যান চলাচল বন্ধ ছিল। ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
কোতয়ালী থানার এসআই রুহুল আমিন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ ঘটনায় ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ