দিনাজপুরে প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষার প্রথম দিনে ইংরেজী পরীক্ষায় ২ হাজার ৪২৮ জন পরীক্ষার্থী অনুপস্থিত রয়েছে।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) সমেশ চন্দ্র মজুমদার জানান, ২০১৬ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ডিআরভুক্ত ৬০ হাজার ৮৬৩ জন পরীক্ষার্থীর মধ্যে ৫৯ হাজার ৩৭২ জন উপস্থিত ও ১৫১০ পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। অনুপস্থিত পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ৮৯৪ জন ও ছাত্রী ৬১৬ জন।
অপরদিকে ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় ডিআরভুক্ত ৫হাজার ১৪৪ জন পরীক্ষার্থীর মধ্যে ৪ হাজার ২২৬ পরীক্ষার্থী উপস্থিত ও ৯১৮ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। অনুপস্থিত পরীক্ষার্থীর মধ্যে ৬৪১ জন ছাত্র ২৭৭ জন ছাত্রী।
পরীক্ষা চলাকালীন সময়ে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আবু রায়হান মিঞা দিনাজপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করেন। এছাড়া অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) তৌহিদুল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) সমেশ চন্দ্র মজুমদার দিনাজপুর কলেজিয়েট স্কুল এন্ড কলেজ কেন্দ্রসহ কয়েকটি কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব তাঁদের সাথে ছিলেন।
উল্লেখ্য, দিনাজপুর জেলায় এবারে ৬৬ হাজার ৭ জন ছাত্র-ছাত্রী এ সমাপনী পরীক্ষায় অংশগ্রহণ করেছে। এর মধ্যে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় (পিইসি) ৬০ হাজার ৮৬৩ জন শিক্ষার্থী এবং ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় (এইসি) ৫ হাজার ১৪৪ জন। জেলার ১৩ উপজেলায় ১৪২টি কেন্দ্রের মাধ্যমে প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।