ঝালকাঠিতে সমাপনী পরীক্ষা দিয়ে বাসায় ফেরার পথে জেলা প্রশাসক কার্যালয়ের সামনের সড়কে ট্রাকচাপায় নাদিয়া (১০) নামের প্রাথমিক সমাপনী পরীক্ষার্থী নিহত হয়েছে। রবিবার দুপুর দেড়টায় এ ঘটনা ঘটে। সে ড্রেজার ব্যবসায়ী নাসির উদ্দিনের সন্তান।
প্রত্যক্ষদর্শীরা জানান, উদ্বোধন মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে প্রাথমিক সমাপনী পরীক্ষা শেষে মায়ের সাথে অটোরিক্সায় কৃষ্ণকাঠিস্থ বাসায় ফিরছিলো ওই শিক্ষার্থী। জেলা প্রশাসক কার্যালয়ের সামনের সড়কে বিপরীতগামী ট্যাংকলরি তাকে ধাক্কা দেয়। এতে শিশুটির মাথা থেতলে গিয়ে ঘটনাস্থলেই নিহত হয়।
পথচারীরা শিশুটিকে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
ঝালকাঠি সদর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) সরোয়ার বলেন, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে। শহরের ডাক্তারপট্টি এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ঘাতক ট্যাংকলরিটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ