কুষ্টিয়ার মিরপুর উপজেলায় অ্যাম্বুলেন্সের ধাক্কায় আহত লাম (১১) নামে এক পিইসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে।
রবিবার দুপুরে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সে মিরপুর উপজেলার সদরপুর ইউনিয়নের কাতলামী গ্রামের ফরিদুল ইসলামের ছেলে। আমলাসদরপুর কিন্ডার গার্টেন থেকে রবিবার শুরু হওয়া প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষা দেওয়ার কথা ছিলো তার।
লামের বাবা জানান, শুক্রবার বিকেলে কুষ্টিয়া-মেহেরপুর সড়কের কাতলামারী নামক স্থানে বাইসাইকেল চালাচ্ছিল লাম। এসময় একটি অ্যাম্বুলেন্স তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হয় সে। এ অবস্থায় তাকে উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার দুপুরে সে মারা যায়।