চাঁদপুর সদর উপজেলার বালিয়া এলাকায় অভিযান চালিয়ে ৯২ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
আজ শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় বালিয়া ইউনিয়নের ব্রাহ্মণ সাখুয়া গ্রামের আরিফ হোসেনের মুদি দোকানের সামনে থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- বালিয়া ইউনিয়নের তালকুদার বাড়ির মৃত আমির হোসেন তালকুদারের ছেলে শুক্কুর তালুকদার (৪০) ও ব্রাহ্মণ সাখুয়া গ্রামের ছলিমুল্লার ছেলে মো. আরিফ হোসেন (২২)।
গোয়েন্দা পুলিশের উপ পরিদর্শক (এসআই) মো. আহসানুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবা ক্রয়-বিক্রয়ের সময় তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে চাঁদপুর মডেল থানায় মাদক আইনে মামলা করা হবে।
বিডি প্রতিদিন/ ২৬ নভেম্বর ২০১৬/ এনায়েত করিম-২৩