সিলেটে প্রকাশ্যে রাস্তায় মিসবাহ উদ্দিন (২০) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। শনিবার রাতে নগরীর জিন্দাবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মিসবাহ উদ্দিন নগরীর মজুমদারী এলাকার রহমত উল্লাহর ছেলে। তার বাড়ি সুনামগঞ্জের দোয়ারাবাজারে। তিনি গত বছর সিলেট কমার্স কলেজ থেকে এইচএসসি পাস করে কোথাও ভর্তি হননি।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমদ বলেন, আজ শনিবার রাত ৮টার দিকে জিন্দাবাজার কাস্টমস অফিসের সামনে ২/৩ জন যুবক মিসবাহকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পূর্ব শত্রুতার জেরে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করছেন এ পুলিশ কর্মকর্তা।
বিডি প্রতিদিন/ ২৬ নভেম্বর ২০১৬/ এনায়েত করিম-২৫