বান্দরবানে লামার ফাইতংয়ে টিএইচবি ব্রিকসকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অবৈধ ইটভাটা পরিচালনা ও কয়লার পরিবর্তে লাকড়ি পুড়ানোর অপরাধে এই জরিমানা করা হয়। বান্দরবান ডিবি পুলিশেকে সঙ্গে নিয়ে অভিযান পরিচালনা করেন লামা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খিন ওয়ান নু।
নির্বাহী ম্যাজিস্ট্রেট খিন ওয়ান নু জানান, এই অভিযান চলমান থাকবে। লামা উপজেলায় অবস্থিত কোন ব্রিকফিল্ডের লাইসেন্স নবায়ন নেই।