সুন্দরবনে পাঁচ লাখ টাকা মুক্তিপণের দাবিতে তিন জেলেকে অপহরণ করেছে দস্যু আলীম বাহিনীর সদস্যরা।
শনিবার দিবাগত রাত দেড়টার দিকে পশ্চিম সুন্দরবনের কচুখালী খাল থেকে তাদের অপহরণ করা হয়।
অপহৃত জেলেরা হলেন-শ্যামনগর উপজেলার মুন্সীগঞ্জ ইউনিয়নের মীরগাঙ গ্রামের দাউদ গাজীর ছেলে রাশেদুল (৩৬), একই গ্রামের বেলায়েত সরদারের ছেলে রহমত আলী (৩১) ও পার্শ্বেখালী গ্রামের মোকছেদ গাজীর ছেলে কওসার গাজী (৩৩)।
অপহৃত জেলেদের বরাত দিয়ে ফিরে আসা জেলে পার্শ্বেখালী গ্রামের আজিমুদ্দীন গাজীর ছেলে রমজান আলী রবিবার দুপুরে জানান, বন বিভাগের অনুমতি নিয়ে সুন্দরবনের কচুখালী খালে তারা মাছ ধরছিলেন। গভীর রাতে আলীম বাহিনী সদস্যরা এসে পাঁচ লাখ টাকা মুক্তিপণের দাবিতে মাছ ও নৌকাসহ তিন জেলেকে তুলে নিয়ে যায়।
বনবিভাগ সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক মাকসুদুল আলম জানান, অপহরণের বিষয়ে এখনও পর্যন্ত কেউ কোন অভিযোগ করেনি।
বিডি-প্রতিদিন/২৭ নভেম্বর, ২০১৬/ সালাহ উদ্দীন