কক্সবাজারের টেকনাফ নাফ নদী সীমান্তে বিজিবির সঙ্গে ইয়াবা চোরাকারবারিদের গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৫ লাখ পিস ইয়াবাসহ একটি নৌকা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় হতাহত চোরাকারবারিদের কাউকে আটক করা সম্ভব হয়নি বলে বিজিবি জানিয়েছে।
আজ দুপুর সাড়ে ১২ টার দিকে ২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্ণেল মোঃ আবু জার আল জাহিদ এক সংবাদ সম্মেলনে জানান, আজ ভোর ৪ টার দিকে তার নেতৃত্বে বিজিবির একটি টহলদল মিয়ানমার থেকে ইয়াবার বড় একটি চালান আসার গোপন সংবাদে নাফনদীর জালিয়াপাড়া থেকে সাবরাং পর্যন্ত এলাকায় বিজিবির কয়েকটি টহলদল অবস্থান নেয়। এ সময় আড়াই নং সুইচ গেইট সংলগ্ন আলো গোলা প্রজেক্ট এলাকা দিয়ে ইয়াবা পাচারকারীরা ইয়াবা ভর্তি এক নৌকা নিয়ে আসার পথে বিজিবির উপস্থিতি টের পেয়ে বিজিবিকে লক্ষ্য করে দুই রাউন্ড গুলিবর্ষণ করে।
এসময় বিজিবিও আত্মরক্ষার্থে ৮ রাউন্ড গুলিবর্ষণ করলে পাচারকারীরা নৌকা থেকে নদীতে লাফ দিয়ে মিয়ানমার দিকে চলে যায়। এ সময় বিজিবি তল্লাশি চালিয়ে ৫ লাখ পিস ইয়াবাসহ ওই নৌকাটি জব্দ করতে সক্ষম হয়। এ ঘটনায় হতাহত পাচারকারীদের কাউকে আটক করা সম্ভব হয়নি।
জব্দকৃত ইয়াবার আনুমানিক মূল্য ১৫ কোটি টাকা বলে তিনি জানিয়েছেন। জব্দকৃত ইয়াবা সমূহ ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে এবং যা পরবর্তীতে উর্দ্ধতন কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে সংশ্লিষ্টদের উপস্থিতিতে ধ্বংস করা হবে।
বিডি প্রতিদিন/২৭ নভেম্বর ২০১৬/হিমেল