শিক্ষাব্যবস্থা জাতীয়করণেরর দাবিতে নেত্রকোনা ও মোহনগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে বেসরকারি শিক্ষক সমিতি। রবিবার সকাল সাড়ে ১০টায় মোক্তারপাড়া দত্ত উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে পৌর শহরে একটি বিক্ষোভ মিছিল বের হয়।
মিছিলটি শহর প্রদক্ষিণ করে নেত্রকোনা সদর উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন বিক্ষোভকারীরা।
অপরদিকে মোহনগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় থেকে মিছিল বের হয়ে উপজেলা পৌর এলাকা প্রদক্ষিণ করে ইউএনও অফিসের সামনে জড়ো হয়। পরে বিক্ষোভকারীরা স্ব স্ব নির্বাহী কর্মকর্তা কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করেন।
এর আগে সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন নেত্রকোনা সদরের শিক্ষক সমিতির সভাপতি আফজল খান, সম্পাদক মো. আবুল হাসান, যুগ্ম সম্পাদক জিয়াউর রহমান, মোহনগঞ্জের সভাপতি মনতাজ জাহান, সম্পাদক কাজী রফিকুর রহমান, সদস্য অনুপ তালুকদার ও শেফালী বেগম প্রমুখ।
বক্তারা অবিলম্বে শিক্ষাব্যবস্থা জাতীয়কণসহ বেসরকারি বি শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করার দাবি জানান। এছাড়াও জেলার বিভিন্ন উপজেলায় শিক্ষকরা স্মারকলিপি প্রদান করেন।
বিডি-প্রতিদিন/ ২৭ নভেম্বর, ২০১৬/ আফরোজ